বিদ্যালয়ের ইতিহাস

নওটিকা উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠাকালঃ ১৯৯৪ খ্রিঃ

ইতিহাসঃ

১৯৯৩ খ্রিঃ ৮ নভেম্বর পীরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ ঘটিকায় জনাব মোঃ আক্কেল আলী সরকার সাহেবের সভাপতিত্বে নওটি্কা আশেপাশের বিভিন্ন গ্রামের জনগনের উপস্থিতিতে এক সাধারন সভায় আলোচনা করা হয় যে, নওটিকা আরিপির, পীরগাছা, শিকদার পাড়ার গ্রাম গুলির ঘনবসতিপূর্ণ হেতু ছাত্র-ছাত্রীর সংখ্যা অত্যান্ত সন্তোষ জনক ।এছাড়া চতুর্দিকে ৪ (চার) টি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এবং ৫ কিঃমিঃ এর মধ্যে কোন মাধ্যমিক বিদ্যালয় নাই ।বিধায় বিশেষ করে নারী শিক্ষা প্রসার ব্যহত হচ্ছে ।এই সকল নানা চিন্তা ভাবনা শেষে নওটিকা নিবাসী জনাব মোঃ আমজাদ হোসেন (নবাব) নওটিকা মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পেশ করলে সর্বসম্মতি প্রস্তাবটি গৃহীত হয় ।সেই দিন থেকে বিদ্যালয় প্রতিষ্ঠার সরকারী বিধি মোতাবেক সকল পদক্ষেপ গ্রহণ করা হয় এবং ১৯৯৪ খ্রিঃ ১লা জানুয়ারী হতে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের যাত্রা শুরু হয় ।

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)

শ্রেণীছাত্রছাত্রীমোট
৬ষ্ঠ ২৮ ৩২ ৬০
৭ম ৩৩২১৫৪
৮ম ২৫৪০৬৫
৯ম৩৩২৩৫৬
১০ম১৫১৯৩৪
মোট=১৩৪১৩৫২৬৯

বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল

পরীক্ষার বছরপরীক্ষার্থীর সংখ্যাপাশের সংখ্যাপাশের হার
২০১৫২১২১১০০%
২০১৬৪০৩৪৮৫%
২০১৭৩০২৭৯০%
২০১৮৩৪৩০৮৮.২৩%
২০১৯৪০৩৬৯০%